রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ অফিসের জানালার গ্রিল কেটে একটি এলইডি টিভি ও প্রিন্টার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগের পর গত বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে চুরি যাওয়া এসব মালামাল করে পুলিশ। এ ঘটনায় জড়িত জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর ইতিপূর্বে আরও একাধিকবার চুরি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, গত রোববার সকালে রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীবৃন্দ অফিসে গিয়ে দেখতে পান, অফিসের দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষ তছনছ করা হয়েছে। সেই কক্ষ থেকে থেকে ১টি এইচপি কোম্পানির প্রিন্টার মেশিন এবং ১টি এলইডি টিভি চুরি হয়েছে। এই ঘটনায় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বিন মোহাম্মদ বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি জিডি দায়ের করেন। এর ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের টয়লেটের সানসিডের উপরে একটি পর্দা দিয়ে আচ্ছাদিত অবস্থায় চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় চুরির মামলা দায়ের হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, উদ্ধারকৃত মালামাল মামলার বর্ণিত চুরি হওয়া আলামতের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।