জেনারেল ইলেক্ট্রিকের কারখানা পরিদর্শনে ইউএসটিসির বিবিএ শিক্ষার্থীরা

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৩৮ পূর্বাহ্ণ

বৈদ্যুতিক ট্রান্সফরমার ও অন্যান্য সরঞ্জাম উৎপাদনের সরকারি খাতের একমাত্র কেপিআই ভুক্ত শিল্প প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (জিইএমকো) পরিদর্শন করেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এনট্রাপ্রেনিউরিয়াল সায়েন্সেস (এফবিইএস) এর বিবিএ ৭ম সেমিস্টারের শিক্ষার্থীরা। ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশানের অংশ হিসেবে সমপ্রতি শিক্ষার্থীরা এ কারখানা পরিদর্শন করে। এফবিইএস এর ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, . মোহাম্মদ আরিফ, রুমানা তাসরিন খানম এবং প্রভাষক ফেরদৌসী বেগমের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরিদর্শনকালে শিক্ষকশিক্ষার্থীদের স্বাগত জানান প্রতিষ্ঠানটির উৎপাদন ও কারিগরি বিভাগের প্রকৌশলী মো. মাসুদুর রহমান এবং উপসহ: প্রকৌশলী জাহিদ আল মামুন। শিক্ষার্থীদের ফ্যাক্টরি ট্যুরের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান রক্ষা কার্যক্রম এবং টেকসই শিল্প চর্চার বিভিন্ন দিক সরাসরি দেখানো হয়। পরে শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কারখানার সার্বিক কার্যক্রম ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তাদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন জেনারেল ইলেকট্রিকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফুল ইসলাম ও বানিজ্যিক বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব হুমায়ুন কবির। এফবিইএস নিয়মিত ভাবে এ ধরনের শিল্প পরিদর্শনের আয়োজন করে যার মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের ক্ষমতা বৃদ্ধি করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর বিজনেস অনুষদের ইন্ডাস্ট্রি গেস্ট স্পিকার সেশন
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির ইংরেজি বিভাগে নবীনবরণ