সমৃদ্ধির বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অতুলনীয়

সাতকানিয়ায় শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

দেশকে সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অতুলনীয়। স্বাধীনতার পর থেকেই রাজনীতিবিদ ও আমলারা দেশকে শোষণ করেছে। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ দেশের শিক্ষা ও চিকিৎসা খাত পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সরকারি মেডিকেলে সিট নেই, আর বেসরকারি মেডিকেলে অর্থাভাবে গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না। দেশের সাধারণ গরিব মানুষ আজ চিকিৎসার জন্য হাহাকার করছে। তিনি গত শুক্রবার বিকেলে সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে সামাজিক সংগঠন ইখওয়ানুল মুসলিমীনের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টার আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া আদর্শ মহিলা মাদ্রাসার সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। মোহাম্মদ গিয়াস উদ্দিন ও শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুচ, উদ্বোধক ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট দিবাকর মিত্র, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শম্ভু দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোজাফফর আহমদ, চরতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা: রেজাউল করিম, নাসিরউদ্দিন, মাওলানা আবুল হাশেম, সৈয়দ হোসেন, মাওলানা নুর আহমদ, মোহাম্মদ ইউনুচ, সেলিম উদ্দিন, আব্দুল আওয়াল, আমিনুল হক, গিয়াস উদ্দিন, এনামুল হক সোহেল, মোস্তাক আহমদ, ছিদ্দিক হোসাইন, জিয়াবুল হক রুবেল, আবরার হোসাইন, ইমতিয়াজ উদ্দিন মারুফ, তাওহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, কামাল হোসেন, শহীদুল ইসলাম জাবেদ, রাহাত মাঈনু সহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ডলমপীর মাদ্রাসায় স্কাউটদের দীক্ষানুষ্ঠান
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ দেশ গড়তে যুব শক্তিকে কাজে লাগাতে হবে