বাঁশখালীতে আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসার স্কাউট ইউনিটের আয়োজনে দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আহমদিয়া ডলমপীর (রঃ) সিনিয়র মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাসরিন সুলতানা চৌধুরী। অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ রিয়াজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ, সহকারী অধ্যাপক মাওলানা সিরাজুল হক, সহকারী অধ্যাপক ছৈয়দুল আলম, নুরুল কবির, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, শাহাদাত হোছাইন, জাহেদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলীসহ ছাত্রছাত্রীবৃন্দ।
আহমদিয়া ডলমপীর (রঃ) সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাসরিন সুলতানা চৌধুরী বলেন, বর্তমানে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কিন্তু পিছিয়ে নেই। চ্যালেঞ্জ মোকাবেলায় তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে। তবে ছেলেদের তুলনায় মাদ্রাসার ছাত্রীরা তুলনামূলকভাবে অনেক এগিয়ে এসেছে। আমি আশা রাখবো সবাই যার যার জায়গা থেকে নিজের কাজটি যেমন পড়াশোনা, স্কাউট এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে মানবিক মানুষ হতে। প্রেস বিজ্ঞপ্তি।