বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির বর্ধিত সভা

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির এক বর্ধিত সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য শ্রমিকনেতা তপন দত্ত এবং সঞ্চালনা করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।বক্তব্য রাখেন টিইউসি পাহাড়তলিআঞ্চলিক কমিটির সভাপতি মীর মোহাম্মদ ইলিয়াস, সাধারন সম্পাদক সুকান্ত দত্ত, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মো. মিজান, মো. পারভেজ, মো. মিজানুর রহমান, ওয়াহেদুল ইসলাম, আনিসুর রহমান বাবুল, মো. মহিন উদ্দিন,মো. দেলোয়ার হোসেন, মো. আক্তার মিয়া, মোঃ জামাল উদ্দিন, আব্দুল মোতালেব, মো. নুরুল আলম, মো. রাশেদ, মো. মো রাসেল প্রমুখ। সভায় বক্তারা শ্রম সংস্কার কমিশন প্রণীত ২৫ দফা সুপারিশ এবং কেন্দ্রীয় স্কপের ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন শিক্ষা ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ডলমপীর মাদ্রাসায় স্কাউটদের দীক্ষানুষ্ঠান