সর্বজনীন শিক্ষা ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়

বোয়ালখালী ছাত্র ইউনিয়নের অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সুনীল চক্রবর্ত্তী ফাউন্ডেশনের সহযোগিতায় কৃতী শিক্ষার্থী সংবধর্না গত ৯ আগস্ট দাশের দিঘির পাড়ে আহলা চাইল্ড কেয়ার একাডেমী হলে অমীত দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন শিক্ষাবিদ শুভ্রা চক্রবর্তী, ডা. অসীম বিকাশ চৌধুরী, গৈরালা স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাহানারা বেগম স্বপ্ন, জীবক বড়ুয়া, সেহাব উদ্দিন সাইফু, সাজ্জাদ হোসেন, শিক্ষক সুদর্শন দাস, শিক্ষক রুপন দাস, ইফফাত হোসেন, অনন্যা হিমেল চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের পক্ষে মোনায়ার হাসনাত, আবরার মালিহা, জাহাঙ্গীর সিদ্দিক, প্রণয় দাশ, ইকবাল হোসেন। বক্তারা বলেন, বিজ্ঞান ভিত্তিক অসমপ্রদায়িক সর্বজনীন শিক্ষা ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। শিক্ষা বাণিজ্যিকীকরণের কারণে মেধাবীরা শিক্ষা অর্জনে বাধাগ্রস্ত হচ্ছে। ক্রমাগত শিক্ষা খাতে বাজেট সংকুচিত হচ্ছে, ভালো মানের শিক্ষক সংকট এবং অবকাঠামোর সংকট শিক্ষা ব্যবস্থায় গ্রামাঞ্চলে গভীর ক্ষতের সৃষ্টি করছে। পরে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর এনসিপির সমন্বয় কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির বর্ধিত সভা