মহানগর এনসিপির সমন্বয় কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

জুলাই শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারতে মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে চট্টগ্রাম মহানগর এনসিপি। গতকাল মঙ্গলবার নগরীর গরীবুল্লাহ শাহ (.) মাজার সংলগ্ন কবরস্থানে জুলাই শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারতের মাধ্যমে চট্টগ্রাম মহানগর এনসিপির নবগঠিত সমন্বয় কমিটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। কবর জিয়ারত শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের উত্তরোত্তর সফলতার জন্য দোয়া করা হয়। এ সময় নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারীবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন থানার সংগঠকগণ উপস্থিত ছিলেন।

যুগ্ম সমন্বয়কারী ইরফানুল হক বলেন, আমরা শহীদদের আত্মত্যাগ বুকে ধারণ করে আমাদের কার্যক্রম পরিচালনা করবো। খুব দ্রুত সময়ের ভিতর আমরা থানায় ওয়ার্ড ছাড়িয়ে মহানগরের প্রতিটা মানুষের কাছে পৌঁছাবো।

যুগ্ম সমন্বয়কারী আরিফ মইনুদ্দিন বলেন, জুলাই শহীদ ও আহতদের গড়ে তোলা এই নতুন বাংলায় আমরা দায় ও দরদের রাজনীতি করে এগিয়ে যাবো। আমাদের প্রতিটা পদক্ষেপ হবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

সমাপনী বক্তব্যে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসান জানি বলেন, নয়া রাজনৈতিক বন্দোবস্তে প্রতিটা নাগরিক অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রাম এনসিপি সর্বাগ্রে ভূমিকা রাখবে। আমরা মানুষের দুয়ারে দুয়ারে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাবো। ইনশাল্লাহ নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই হবে না।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির কেইস সেন্টারের সাথে সিআইইউর সমঝোতা চুক্তি
পরবর্তী নিবন্ধসর্বজনীন শিক্ষা ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়