কক্সবাজারের পেকুয়ায় নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বারবাকিয়া বাজার এলাকায় ভোলা খালের অংশে অবৈধভাবে নির্মিত একটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
জানা যায়, শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকার সৌদিপ্রবাসী আবদুল শুক্কুর ভোলা খালের জায়গা দখল করে পাকা দোকান নির্মাণের কাজ করে আসছিলেন। খবর পেয়ে ভূমি অফিসের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তিনি নিষেধ অমান্য করে অবৈধভাবে পাকা দোকান নির্মাণ কাজ চলমান রাখেন। গতকাল অভিযান পরিচালনা করে পাকা দোকান ঘরের পিলার ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, নদীর জায়গা হচ্ছে জাতীয় সম্পদ, যারা রাতের আঁধারে নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবে প্রশাসন। আজকে (গতকাল) নদীর জায়গায় যে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে তাকে প্রাথমিকভাবে নিষেধ করা হলেও অমান্য করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, আগামীতেও নদী ও সরকারি সম্পদ উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।