প্রথমবার জেমসের সঙ্গে একই মঞ্চে মেহজাবীন মেহা

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস। সারা দুনিয়ায় তার অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে। সমপ্রতি এই গায়ক দেশের বাইরে অবস্থান করছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতায় মিশিগানে অনুষ্ঠিত নর্থ আমেরিকাবাংলাদেশি ফ্যাস্টিভ্যাল বাংলা মেলা ২০২৫অনুষ্ঠিত হল কিছুদিন আগে। আর সেই অনুষ্ঠানেই প্রথমবার জেমসের সঙ্গে একই মঞ্চে গাইলেন মডেল ও কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা।

প্রথমবারের মতো জেমসের সঙ্গে একই মঞ্চে গান গাওয়া প্রসঙ্গে মেহজাবীন মেহা বলেন, জেমস ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো একই মঞ্চে গান করেছি। আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেই তার একজন ভক্ত। মিশিগানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। এত দর্শকের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। অনুষ্ঠানে আমাদের সঙ্গে আরও অনেক গুনী শিল্পীরা ছিলেন। সাজ্জাদ পারভেজ ভাইয়া, রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী গেয়েছেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে গানের তালে দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা দীঘি। মেহা জানান, ইতোমধ্যেই তার বেশ কিছু মৌলিক গানের কাজ চলছে। শিগগিরই গানগুলো আসবে।

পূর্ববর্তী নিবন্ধমায়ের হাত ধরে মেয়ের অভিষেক
পরবর্তী নিবন্ধবালুচ লিবারেশন আর্মিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের