সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রিমিয়ার ক্রিকেট লিগ (এসপিএল) সিজন– ২ বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবারের আসরের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী। সহকারী পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কো এন্ড একস্ট্রা কারিকুলার কমিটির আহবায়ক মো. জমির উদ্দিন, ডেপুটি ডিরেক্টর (পিআর) সাইদুল ইসলাম চৌধুরী, প্রভাষক ইঞ্জিনিয়ার সাজিদ হাসান, ইফতেখার উদ্দিন, আনিসুর রহমান, আবদুল কুদ্দুস হাওলাদার, সহকারি পরিচালক (ক্রয়) নূরুল আবসার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তা ফয়সাল হোসেন বাতিন, সাজিদ আনসারি প্রমুখ। এসপিএল সিজন ২তে সাউদার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করছে।