চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ আয়োজিত ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব–১৪ ক্রিকেট টুর্নামেন্টে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ও জে সি টি এ রেড একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৬ উইকেটে সাইনিং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। সাইনিং ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে মাত্র ৩৫ রানে সবাই আউট হয়ে যায়। জবাবে কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৪ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে নেয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় কোয়ালিটি ক্রিকেট একাডেমির বাহার উদ্দিন সোহাগ। সে ২ ওভার বল করে ১ মেডেন ২ রান দিয়ে ২ উইকেট লাভ করে। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করর্পোরেশ একাদশের এ জি এস মোহাম্মদ কাজী মানিক। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় জেসিটিএ রেড ৮ উইকেটে সিসিএ কে পরাজিত করে। আগে ব্যাট করে সিসিএ সব উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করে। জবাবে জেসিটিএ রেড ২ উইকেট হারিয়ে ২৯ রান তুলে ফেলে। বিজয়ী দলের সোহাম ম্যান অব দি ম্যাচ৬ নির্বাচিত হয়। সে ৩ ওভার বল করে ৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের সাবেক ফুটবল খেলোয়াড় মোহাম্মদ জাফর সাদিক।