চবি পদার্থবিদ্যা বিভাগে গবেষণা প্রকল্প উদ্বোধন

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ‘Electromagnetics শীর্ষক গবেষণা প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ল্যাব উদ্বোধন করেন উপাচার্য মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ও ল্যাবের প্রধান ড. রেজাউল আজিম।উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও ল্যাবের শিক্ষার্থীরা। উল্লেখ্য, এ ল্যাবে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা কম্পিউটেশনাল ইলেকট্রোম্যাগনেটিকস, অ্যান্টেনা ও মেটাম্যাটেরিয়াল ডিজাইনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবের পূর্ববর্তী গবেষণা ও চলমান কাজের প্রদর্শনী হয়। বক্তারা ল্যাবটির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি গবেষণা ও উচ্চশিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং কম্পিউটেশনাল ইলেকট্রোম্যাগনেটিকসের গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোর দিশার ২য় মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধতরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ার মাধ্যমে বেকারত্ব হ্রাস করতে হবে