মেঘ ভেঙে বৃষ্টির ঠোঁট জুড়ে হাসি
টুপটুপ টুপটুপ পড়ে রাশিরাশি
নীল আকাশ বলে সেই, খুব ভালোবাসি!
বৃষ্টির কণাগুলো ঝকঝকে শাদা
বৃষ্টির জলে খেলে তকতকে কাদা
অপরূপ কাজে কেউ দেয়নাতো বাধা!
বৃষ্টিটা পড়ে আহা ঝুপঝুপ ঝুপ
মেঘে মেঘে আকাশের জমকালো রূপ
কচিকচি গাছপালা থমথমে চুপ!
মেঘ ডাকে গুড়ুগুড়ু গুড়গুড় গুড়
নদীপাড় থৈ জলে ভেঙেভেঙে চুর
তবু কেউ বলেনা,- বৃষ্টিটা দূর!