ব্যাঙের অসুখ

মো. আশতাব হোসেন | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

পানি টুপটুপ খালে বিলে

ব্যাঙের নাচানাচি,

বৃষ্টি ভিজে একটি ব্যাঙের

হলো সর্দি কাশি।

পাড়ার হেকিম কুনো ব্যাঙে

গায়ে দিলো ঝাড়া,

বেটে খেতে বললো আরও

আউশ ধানের নাড়া।

সুস্থ হয়ে ব্যাঙ ছানাটি

গোসল করে খালে,

গাঙচিল ধরে নিয়ে গেলো

গাছের উঁচু ডালে।

ব্যাঙটি তখন বললো কেঁদে

গেলাম এবার মরে,

তার চিৎকারে সকল ব্যাঙই

কাঁদতে শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদ উঠেছে
পরবর্তী নিবন্ধবৃষ্টি হাসি