মেঘের ছায়া

আলাউদ্দিন হোসেন | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

আষাঢ় শ্রাবণ বর্ষাকাল

আকাশ মেঘের ছায়া

নতুন জোয়ার শীতল বাতাস

জুড়িয়ে যায় কায়া।

দূর আকাশে মেঘের ছায়া

নিত্য করে খেলা

খেলাচ্ছলে দিবানিশি

উড়ায় রূপের ভেলা।

বর্ষা মায়া মেঘের ছায়া

আকাশ পানে উড়ে

দিবানিশি রূপের ভারে

বৃষ্টি হয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধশেয়াল মামা