নিশ্চয় আমার অভিভাবক আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনি সৎকর্মপরায়ণদেরকে ভালবাসেন।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ : ১৯৬) সূরা আল–আ’রাফ
প্রত্যেক ব্যাধির প্রতিকার আছে। পাপের প্রতিকার ক্ষমা প্রার্থনা করা।
–আল হাদীস (ছগির)।
যেখানে ফুল বিলুপ্ত হতে থাকে মানুষ সেখানে বাস করতে পারে না।
– নেপোলিয়ান।