চাঁদা দাবির কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়া জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সেই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্র। তার নাম নিজাম উদ্দিন। তিনি এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী।
গত সোমবার দিবাগত মধ্য রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন রিফাত বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন। এর আগে একইদিন দুপুরে চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরে তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, গণমাধ্যমের বরাতে নিজামের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃক্সখলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ন করেছে। এ অবস্থায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় তাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় বলে উল্লেখ করা হয়। এছাড়া তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না– তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃক্সখলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল–আমিনের নিকট ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্যও নির্দেশ দেওয়া হয়।
এর আগে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে নিজাম উদ্দিনের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়। পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয়।