মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ

কাট্টলী সমুদ্র থেকে ২০ মাঝিমাল্লা আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

মিয়ানমারে ৭৫০ বস্তা সিমেন্ট পাচারকালে কাট্টলী ঘাট সংলগ্ন সমুদ্র এলাকা থেকে সেগুলো জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা। গতকাল সোমবার ভোরে নগরীর কাট্টলী ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ২০ মাঝিমাল্লাকে আটকও করা হয়েছে। এসময় পাচারকাজে ব্যবহৃত দুটি মাছ ধরার নৌযানও জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড বলেছে, শুল্ককর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য সিমেন্টের বস্তাগুলো মাছ ধরার নৌযানে স্থানান্তর করা হচ্ছিল। মিয়ানমারে সিমেন্ট পাচারের বিনিময়ে বাংলাদেশে সেখান থেকে ইয়াবা ও মাদক আনা হত বলে জানায় কোস্ট গার্ড।

পূর্ববর্তী নিবন্ধকমান্ডার আবদুর রহমান মাস্টার
পরবর্তী নিবন্ধছাত্রসেনা সাধনপুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন