বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে এমবিএ নতুন ব্যাচের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) এমবিএ প্রোগ্রামে সামার সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গত ৯ আগস্ট সম্পন্ন হয়েছে। এতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, সিবিইউএফটিতে যে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয় তার মাধ্যমে আপনারা বস্ত্র শিল্পসহ দেশের শিল্পায়নে কার্যকর ভূমিকা পালন করতে পারবেন। নিজেদেরকে যোগ্য ও দক্ষ প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী বলেন, আপনাদের শিক্ষা অত্যন্ত যুগোপযোগী এবং শিল্পবাণিজ্য সহায়ক। আপনারা নিজেদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন। আমাদের এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো বাস্তব জ্ঞান ও প্রশিক্ষিত জনবল সৃষ্টি করা। সিবিইউএফট এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদার সভাপতিত্বে এ অনুষ্ঠানে নতুন ব্যাচের এমবিএ শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধমোহাম্মদ শহীদুল ইসলাম