চুয়েটে পুরকৌশল বিভাগে কর্মশালা

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চুয়েটরে পুরকৌশল বিভাগের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক রুলস এন্ড রেগুলেশন’ শীর্ষক কর্মশালা গত ১০ আগস্ট পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। কীনোট স্পিকার ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। উল্লেখ্য, এই কর্মশালার মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে। ওয়ার্কশপে অংশ নিয়ে তারা পরীক্ষার নিয়ম, গ্রেডিং পদ্ধতি, কোর্স প্রক্রিয়া ও শৃঙ্খলাবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছে। পাশাপাশি একাডেমিক অসদাচরণ এড়িয়ে চলা, অধিকার ও সুযোগসুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমস্যা সমাধানের সঠিক পদ্ধতি জানার মাধ্যমে তারা নিজেদের শিক্ষাজীবনকে আরও সুশৃঙ্খল, পরিকল্পিত ও সফলভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামীতে তারেক জিয়ার নেতৃত্বে গঠিত হবে সত্যিকারের গণতান্ত্রিক সরকার
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের এলবিয়ন পরিদর্শন