রাঙ্গুনিয়ায় ভরাট হয়ে যাওয়া বিভিন্ন খালে ড্রেজিং কার্যক্রম চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। উপজেলার জনগুরুত্বপূর্ণ কুরমাই খালেও এই খনন কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এই খালটির নাব্যতা ফেরাতে গিয়ে পাশের কুরমাই খালে বেড়ে গেছে স্রোত। স্রোতের তোড়ে এই খালের ভাঙন দেখা দিচ্ছে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। এতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাঙ্গুনিয়া কলেজ গেটের উত্তরপাশে দাশ পাড়া সড়কসহ স্থানীয় অর্ধ শতাধিক দরিদ্র মানুষের ঘরবাড়ি ভাঙ্গনের ঝুঁকির মধ্যে পড়েছে। ভাঙন ঠেকাতে কুরমাই খালে ব্লক বসানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই দাবিতে গত রোববার সকালে খালের পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এসময় সংক্ষিপ্ত সমাবেশ সভাপতিত্ব করেন রহিম উদ্দিন আশরাফী। বক্তব্য দেন জগদ্বানন্দ দাশ, তপন দাশ, প্রদীপ দাশ, রূপন দাশ, পরান দাশ, মিন্টু দাশ, বিকাশ দাশ, অর্জুন দাশ, বালি দাশ, বাপ্পু দাশ, রাজীব দাশ, বাবলু দাশ, রুবেল দাশ, সম্বল দাশ প্রমুখ। স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন আশরাফী জানান, চলমান বর্ষা মৌসুমে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কুরমাই খালের পাড়ে ফাটল দেখা দিয়েছে। এটি ভেঙে পড়লে স্থানীয়দের চলাচলের একমাত্র সড়কটি খালে ধসে পড়তে পারে। এছাড়া এই খালের পাড়ে রয়েছে আরও অর্ধ শতাধিক মানুষের বসতঘর। আগে ছোট সরু খালটিও দীর্ঘদিনের স্রোতের কবলে বড় হয়ে গেছে। তাই এলাকার জনসাধারণের দুঃখ দুর্দশা লাঘব ও সুস্থ জীবন যাপনের সুবিধার্থে কুরমাই খালের ২০০ ফুট অংশে ব্লক স্থাপনের দাবি জানান তিনি। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, সড়কসহ স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি রক্ষায় সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্লক স্থাপন করা হবে।