লোহাগাড়ায় বড় ভাইয়ের গরু চুরি করে পাচার করার সময় ছোট ভাইসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলার আধুনগর খাঁন হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি গরুসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার মো. সেলিম উদ্দিন (৩০) ও একই এলাকার সিএনজি টেক্সি চালক জাহাঙ্গীর আলম (২৫)।
পুলিশ জানায়, সোমবার ভোররাত ৪টার দিকে প্রবাসী মো. শাহ আলমের গোয়াল ঘর থেকে একটি গরু চুরির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে প্রবাসীর ছোট বোন খুরশিদা বেগম জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯–এ ফোন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গরুসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, বড় ভাইয়ের গরু চুরির ঘটনায় ছোট ভাইসহ ২ জনকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়। মঙ্গলবার (আজ) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।