রাঙামাটিতে বিক্রির জন্য বাজারে আনা শিশুটির ঠাঁই হলো শিশু পরিবারে

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

পারিবারিক অসচ্ছলতার কারণে সমপ্রতি রাঙামাটির বনরূপা বাজারে ৭ বছরের এক শিশুকে তার মা বিক্রি করতে আসার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নজরে আসায় শিশুটির ভবিষ্যৎ চিন্তা করে তাকে রাঙামাটি সরকারি শিশু পরিবারে তুলে দেয়া হয়েছে। শিশুটির নাম অংমাথিং মারমা ()। সে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ছোট ডলুপাড়ার চাইতমং মারমার মেয়ে।

গতকাল সোমবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারের নিকট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম ও শিশুটির মা মানু মারমাসহ অন্যরা।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, জেলা পরিষদ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আজকে আমরা শিশুকে গ্রহণ করেছি। এখন থেকে শিশুটি সমাজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সরকারি দায়িত্বে থাকবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসায় আমরা খোঁজখবর নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। আজকে শিশুকে তার মাসহ এখানে ডেকে তাদের সঙ্গে কথা বলে পরিবারের সম্মতিতে শিশুকে শিশু পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে। এখন থেকে সে সেখানে থেকে পড়ালেখা করবে এবং তার যাবতীয় দেখাশোনা জেলা পরিষদ ও জেলা সমাজসেবা করবে। এছাড়া শিশুটির মাও অসুস্থ চিকিৎসা করতে পারতেছে না। তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা জেলা পরিষদ বহন করবে। প্রসঙ্গত, গত শুক্রবার রাঙামাটিত বনরুপা বাজারে শিশুর মা মানু মারমা আর্থিক অস্বচ্ছতার কারণে তার মেয়েকে বাজারে বিক্রি করতে আসলে লোকজন বিষয়টি জানতে পেরে বাধা দেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধপানছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ কারাগারে
পরবর্তী নিবন্ধস্থলপথে আরও পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা