মাজারে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানাসহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা হলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেবে।

গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খালিদ হোসেন বলেন, সমপ্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে; যা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেপ্তারও হয়েছেন। মাজার ও মসজিদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের। এর আগে ধর্ম উপদেষ্টা কিশোরগঞ্জে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। পরে পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্স ঘুরে দেখে মোতাওয়াল্লীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন খালিদ হোসেন। পাগলা মসজিদের ফান্ডে বর্তমানে ৯০ কোটিরও বেশি টাকা রয়েছে জানিয়ে তিনি বলেন, এই মসজিদের দৃষ্টিনন্দন মাল্টি পারপাস ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। নির্বাচনের আগেই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় সড়কে আহতের ১২ দিন পর রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধগ্রিল কেটে রাঙ্গুনিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চুরি