আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় শিক্ষা অনুষদ গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ আয়োজনে আইআইইউসি’র আসন্ন দ্বিতীয় ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্স আয়োজনের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো গতকাল। রোববার আইআইইউসি’র কনফারেন্স হলে অনুষ্ঠিত ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভলাপমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। সভার শুরুতেই আইআইইউসি’র দ্বিতীয় ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্স আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং কমিটির চেয়ার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন, ইনস্টিটিউট অব কোয়ালিটি এশ্যুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান।
আরও বক্তব্য রাখেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম, ভাইস–চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিম উদ্দিন। দেশ–বিদেশের বরেণ্য শিক্ষাবিদ ও পণ্ডিতগণ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করবেন। কনফারেন্স আয়োজনের প্রস্তুতি নিয়ে অর্গানাইজিং কমিটির চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খানের বক্তব্যে বলা হয়, ইতোমধ্যেই মালয়েশিয়ার ইউআইটিএম, ইউসিম, ইউনিম্যাপ, ইউনিএসজেডএ, ইন্দোনেশিয়ার ত্রিশক্তি ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি সহ ৬টি বিশ্ববিদ্যালয় আইআইইউসি’র আসন্ন দ্বিতীয় ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্সের কো–অর্গানাইজার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়াও ফিলিপাইন, বাহরাইন, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত ও সোমালিয়ার আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় কো–অর্গানাইজার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।