৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ৪০ পুলিশ কর্মকর্তার ৭৮টি বিপিএম ও পিপিএম পদক বাতিল করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে এসব কর্মকর্তার কারও কারও চারটি পর্যন্ত পদক প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে ২০১৮ সালের নির্বাচনের পর পাওয়া সাতজনের পদক আগেই প্রত্যাহার করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহারের প্রজ্ঞাপন গত ৭ অগাস্ট জারি করলেও তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় গতকাল রোববার। এসব কর্মকর্তার সবাই ‘পলাতক’ বলে প্রজ্ঞাপনে তুলে ধরা হয়। পলাতক থাকার অভিযোগে তাদের অনেককে ইতোমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করলেও তারা কর্মস্থলে যোগ দেননি। খবর বিডিনিউজের। পদক প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের আরও তিনটি পদক প্রত্যাহার করা হয়েছে। এর আগে ২০১৮ সালে তার পাওয়া পদকটি প্রত্যাহার করা হয়েছিল। সবশেষ প্রজ্ঞাপনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান থাকাকালে নানা কর্মকাণ্ডের কারণে আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদের আরও চারটি পদক প্রত্যাহার করা হয়েছে। ২০১৮ সালে পাওয়া পদকটি আগেই প্রত্যাহার করা হয়েছিল। চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মীনার ২০১৮ সালের পদকটি আগেই প্রত্যাহার করা হয়। এ প্রজ্ঞাপনে তার আরও দুটো পদক প্রত্যাহার হয়েছে। ডিএমপির আরেক আলোচিত কর্মকর্তা সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের তিনটি পদক প্রত্যাহার করা হয়েছে। আলোচিত আরেক যুগ্ম কমিশনার প্রলয় কুমার জোয়ার্দ্দারের তিনটি পদক বাতিল হয়েছে। প্রতিবছর সাহসিকতা ও সেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের কৃতিত্বের জন্য কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পুরষ্কার দিয়ে থাকে পুলিশ বাহিনী। পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিকতার মধ্যে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান নিজ হাতে পুরষ্কার পাওয়া কর্মকর্তাদের পদক পরিয়ে দেন। পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদের দাপ্তরিক যোগযোগের ক্ষেত্রে নামের শেষে বিপিএম বা পিপিএম শব্দগুলো যোগ করতে পারেন। এ পদক পাওয়ার জন্য প্রতিমাসে বেতনের সঙ্গে বিশেষ আর্থিক প্রণোদনাও পেয়ে থাকেন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধবেতনের টাকা ছিনতাইয়ে জড়িত একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের বিনিয়োগকারীদের মতবিনিময় সভা