আনোয়ারায় সাঙ্গুর তীর থেকে আরেক জেলের লাশ উদ্ধার

সাগরে ট্রলারডুবির ঘটনা

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ ফারুক (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল রবিবার সকাল ৭টার দিকে আনোয়ারার পূর্ব গহিরার ফকিরহাট বাজার এলাকায় সাঙ্গুর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। হতভাগ্য ফারুক নোয়াখালী জেলার সুধারাম উপজেলার নুরুন্নবী মিয়ার পুত্র বলে জানা গেছে।

এর আগে শনিবার নগরীর পতেঙ্গা এলাকায় কর্ণফুলীতে ভাসমান অবস্থায় দুইজন জেলের লাশ ভেসে আসে। এ ঘটনায় আটজন জেলে নিখোঁজ হন। এ পর্যন্ত তিনজনের মরদেহের সন্ধান মিলেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় ওই ট্রলারডুবির ঘটনা ঘটে। কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার খলিলুর রহমান জানান, গহিরা ফকিরহাট এলাকায় সাঙ্গুর তীরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা জানালে কোস্টগার্ড গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিখোঁজদের পরিবারকে জানানো হলে নিহত ফারুকের পুত্র এসে মৃতদেহ সনাক্ত করার পর নৌ পুলিশের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ জানান, আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে ফারুকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবারখাইন ইউপি চেয়ারম্যান শাকিল ও বটতলী ইউপি মেম্বার দিদার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবেতনের টাকা ছিনতাইয়ে জড়িত একজন গ্রেপ্তার