চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল রোববার লেনদেন হয়েছ ২৫.৯২ কোটি টাকা। ১৯৩৮টি লেনদেনের মাধ্যমে মোট ৪২.৫১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৬.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০৩৬.২১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৫.০০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৪.০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫০.২৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৪৩.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯২২.২০ পয়েন্ট।
রোববার দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৪,১৪৬.৪৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,৩০১.৪৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২২টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, দাম কমেছে ১৩৯টি, অপরিবর্তিত রয়েছে ২৫টির।
১০ অক্টোবর ২০২২ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি–এ প্রথমবারের মতো সরকারি বন্ড লেনদেনের মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টি হয়েছে। ঞই৫ণ০১২৫ বন্ডের ১ হাজার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিটি বন্ডের দর ছিল ১০৫ টাকা ১৯ পয়সা যেখানে লেনদেনের পরিমাণ ১ লাখ ৫ হাজার ১৯০ টাকা। দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৫,৭৯৯.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৩১৬,০২১.০১ কোটি টাকায়।