বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঋতুপর্ণা চাকমার বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোথায় বাড়ি নির্মিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুটি উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই তারকা চাচ্ছেন, সরকারের প্রতিশ্রুত জমিতেই বাড়িটি নির্মাণ করা হোক। ২০২২ সালে প্রথম উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর তৎকালীন সরকারের পক্ষ থেকে ঋতুপর্ণা, মনিকা চাকমা, রূপনা চাকমাদের বাড়ি করে দেওয়ার কথা বলা হয়েছিল। মনিকা ও রূপনার বাড়ি নির্মাণ সম্পন্ন হলেও বাকি ছিল ঋতুপর্ণারটি। তৎকালীন সরকার রাঙ্গামাটির কাউখালি জেলার ঘাগড়া ইউনিয়নে ১২ শতক জমি দিয়েছিল ঋতুপর্ণাকে। কিন্তু তিন বছর গড়িয়ে গেলেও আজও সে জমি লিখিতভাবে বুঝে পাননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই তারকা ফরোয়ার্ড। এরই মধ্যে বিসিবি বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় যোগাযোগ করা হয় ঋতুপর্ণার সাথে। তিনি বলেন, বাড়ি কোথায়, কোন জমিতে নির্মিত হবে, তা তিনিও নিশ্চিত নন। ‘ঘাগড়াতে আমাকে যে জমি দিয়েছিল সরকার, আমি সেখানে বাউন্ডারি করেছি। বাড়ির প্ল্যান তৈরি করেছি নিজের টাকা খরচ করে। কিন্তু তিন বছর হয়ে গেল, এখনও সেই জমি আমাকে রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। আমাকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন শুনছি আমাকে নতুন জায়গা দিবে। জানি না কোথায় বাড়িটি হবে। তবে আমি চাই, সরকার আমাকে যেখানে জমি দিতে চেয়েছিল, সেখানেই আমার বাড়িটি হোক। কেননা, ওই জায়গা অনুযায়ী আমি টাকা খরচ করে বাড়ির প্ল্যানসহ সবকিছু করেছি। সেখানে বাড়িটি হলে আমার জন্য ভালো হয়।’