প্রতিবারই দেশের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরুর আগে একটি প্রশ্ন ছিল অবধারিত। তা হচ্ছে ময়মনসিংহ বিভাগকে জাতীয় ক্রিকেট লিগে কবে দেখা যাবে? প্রতিবারই জানানো হতো নানারকম প্রক্রিয়া আর অনিশ্চয়তার কথা। এবার সেই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর মিলেছে। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। সামনের জাতীয় ক্রিকেট লিগেই খেলবে ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট দল। বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ১০ বছর পর শেষ পর্যন্ত জাতীয় লিগে দেখা যাবে এই বিভাগের প্রতিনিধি। বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে শনিবার রাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান এই সুখবর দেন ময়মনসিংহ ক্রিকেটের জন্য। এতদিন ঢাকা থেকে দুটি দলের অংশগ্রহণ ছিল জাতীয় লিগে। ঢাকা বিভাগীয় দল থেকে যাবে আগের মতোই। তবে ময়মনসিংহকে জায়গা করে দিলে বিলুপ্ত হয়ে যাবে ঢাকা মেট্রো। আগামী মাসের জাতীয় লিগ টি–টোয়েন্টিতে অবশ্য ময়মনসিংহ থাকছে না। এই টুর্নামেন্টের নানা কিছু আগেই চূড়ান্ত হয়ে গেছে বলে এখানে ঢাকা মেট্রোই খেলবে। তবে এরপর জাতীয় লিগে বড় দৈর্ঘ্যের সংস্করণের আসর থেকে শুরু করে বিভাগীয় সব টুর্নামেন্টেই থাকবে ময়মনসিংহের উপস্থিতি। ঢাকা মেট্রো দল বাদ করে দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন। ২০১১ সালে যখন রংপুর বিভাগীয় দল আসায় টুর্নামেন্টের দলসংখ্যা ৬টি থেকে ৭টি করা হয়। তখন ঢাকা মেট্রো দলকেও আনা হয় যাতে আটটি দল হয়। এটা বিসিবি সভার কার্যবিবরণীতেই আছে। এবার ময়মনসিংহকে আনলে দল ৯টি হয়ে যাচ্ছে। আগের সেই একই কারণে সমানসংখ্যক দল রাখতে একটি দল কমানো হচ্ছে। সূচির সুবিধার্থে আমাদের জোড় সংখ্যক দল প্রয়োজন। এজন্য আটটি দলই রাখা হয়েছে। টুর্নামেন্টের মান ধরে রাখার ব্যাপারটিও তুলে ধরলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল। কোয়ালিটির ব্যাপারটিও এখানে উল্লেখযোগ্য।