নতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে হবে

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভায় মেয়র

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত এক বছরের প্রাপ্তি বিশ্লেষণ করলে দেখা যায়, মূলত বিভাজনের রাজনীতির কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। যদি আমরা ঐক্যবদ্ধতার রাজনীতিতে আসতে পারি, তাহলে শহীদদের রক্তদান বৃথা যাবে না। তাই নতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই, যেখানে মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে। তিনি গত শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে জুলাই গনঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান এবং জিপিএ প্রাপ্ত প্রকৌশলী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর আওয়ামী দুঃশাসন ও জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম শাখার সভাপতি সেলিম মো.জানে আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, আইইবির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী খান মন্‌জুর মোর্শেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূইয়া, এটিএম তানভীর উল হাসান তমাল, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক কে এম আসাদুজ্জামান চুন্নু,

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ডা. একেএম ফজলুল হক, প্রকৌশলী মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন প্রকৌশলী মো. কামরুজ্জামান, প্রকৌশলী মো. দুলাল হোসেন, মো. কামাল উদ্দিন, মো. আবু জাফর, জাহাঙ্গীর আলম, মো. আহসানুল রাসেল,সাব্বির আহমেদ উসমানী, আবদুল্লাহ আল মামুন, ইমাদুল হক শাহীন, রেজাউল হায়াত খান, মো. লোকমান, মো. শাহে আরেফীন, চুয়েট শিক্ষার্থী আসিফ মিরাজ, জুলাই আহত যোদ্ধা এনামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে নবীনবরণ
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার কাছে হারলো দ.আফ্রিকা