ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘরে হত্যার শিকার আবুল মনসুর নামে এক কবিরাজকে হত্যার ঘটনায় মোহাম্মদ মুছা (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিবিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, লাশ উদ্ধারের পর থেকে অভিযান চালিয়ে বিবিরহাট এলাকায় মুছার ফার্মেসি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতার মুছা ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আহমদ ছাফার ছেলে। মনছুর বৈদ্য হত্যার ঘটনায় নিহতের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে ৮ আগস্ট রাতে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।