খরণদ্বীপ কেরানী বাজার সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা হোক

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ চরণদ্বীপ দু’গ্রামের লোকজনের চলাচলে দুর্ভোগ লাঘবে নির্মিত হচ্ছে কেরানি বাজার সেতু। প্রায় ৫০ বছরের প্রাচীন পুরনো এ সেতুটি চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের জন্য ৪২ মিটার দৈর্ঘ্য সেতুটির পুনঃনির্মাণ করার সিদ্ধান্ত নিয়াছে সরকার। প্রায় ৪ কোটি ৫৬ লাখ টাকার ব্যয় নির্ধারণ করে সেতুটির নির্মাণের কাজ শুরু করা হয়েছে গত চার বছর আগে। চার বছরে বর্তমানে ৪৫ শতাংশ কাজ শেষ বাকি কাজ দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে নির্মাণাধীন সেতুর কাজ শেষ না হওযায় গাড়ি ও মানুষের পায়ে হেঁটে পারাপারের জন্য পাশে একটি কাঠের সাঁকো তৈরি করা হলেও এটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। বিকল্প সড়ক সেতু না থাকার ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ভাঙা কাঠের সাঁকো দিয়ে পারাপার করছিল সম্প্রতি তাও ভেঙে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে দু’গ্রামের লোকজনের। এ সেতু দিয়ে খরণদ্বীপ শ্রীপুর থেকে শহরে যাতায়াতের এলাকাবাসীর একমাত্র পথ। যান চলাচল বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন ভাঙা কাঠের সাঁকো দিয়ে। যে কোন মুহূর্তে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান যাতায়াতকারীরা। জনসাধরণের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সাবের আহমদ রিজভী

চরণদ্বীপ, বোয়ালখালী।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদিরাম বসু : স্বদেশের জন্য আত্মত্যাগী বিপ্লবী
পরবর্তী নিবন্ধচাওয়া-পাওয়ার পূর্ণতা-অপূর্ণতায় জীবন বৈচিত্র্যময়