তাদের কি পা আছে, যা দ্বারা তারা চলাফেরা করে? কিংবা তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরে? কিংবা তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখে?
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ : ১৯৫) সূরা আল–আ’রাফ
যে আল্লাহর সন্তুষ্টির জন্য সুরা ইয়াছিন পাঠ করে তাহার অতীত পাপ মার্জনা হয়। অতএব মুমূর্ষু লোকদের নিকট উহা পাঠ কর।
–আল হাদীস (বায়হাকী)।
চর্চার উপরই অনেক কিছুর বিকাশ ও সাফল্য নির্ভর করে।
– ভার্জিল।