বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালে ‘ইকোনমি ওপিডি’ বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান হাসপাতালের পরিচালক ডা. এ. কে. এম. আরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টায় বিভাগটি উদ্বোধন করেন হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. অরুপ দত্ত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জনস্বার্থে ও এই অঞ্চলের রোগীদের চিকিৎসার স্বার্থে স্বল্পমূল্যে রোগী দেখার ব্যবস্থা করা একটি অনন্য উদ্যোগ। অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে মাত্র ১০০ টাকায় রোগী দেখার এই উদ্যোগ এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. নিবেদিতা পাল, ডা. উজ্জ্বল কান্তি দাশ, ডা. হিমন বড়ুয়া, ডা. বোরহান উদ্দিন, মো. শাহিদ হোসেন খান, আজিজুল হক ভূইয়া, ডা. মো. মনির উল্লাহ, ডা. রত্নম দে, ডা. আরিফ–উজ–জামান, ডা. রিয়া বড়ুয়া, মো. শফিউল আজম পারভেজ, মো. আক্কাস মিয়া, মো. হেলাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটাল প্রথম থেকেই দক্ষিণ চট্টগ্রামের স্বাস্থ্য পরিষেবায় সুনামের সাথে সাধারণ মানুষের পাশে আছে। ইকোনমি ওপিডির এই উদ্যোগ প্রশংসার দাবীদার। বক্তারা স্বল্পমূল্যে রোগী দেখার এই পরিষেবার সফলতা কামনা করেন ও বিজিসি ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগের পাশেই এই ‘ইকোনমি ওপিডি’ বিভাগটি চালু হয়েছে। এই বিভাগে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেডিসিন, সার্জারি, শিশুরোগ, গাইনী ও প্রসূতি বিভাগে অভিজ্ঞ ডাক্তাররা রোগী দেখবেন। প্রেস বিজ্ঞপ্তি।