দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজনে জুলাই স্মৃতি আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জুনিয়র দল (১৩, ১৪, ১৫) ৭–২ গোলে জিতেছে।
গতকাল শুক্রবার বিকেলে সিডিএ বালুর ২নং মাঠে অনুষ্ঠিত এ খেলায় মাহিন ৪টি, জিসান ২টি, আবিদ ১টি গোল করেন। পরাজিত সিনিয়র দলের (১৬–১৭+) এর পক্ষে আরিফ, ফাহিম গোল দুটি করেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের মাহিন। খেলা পরিচালনা করেন সমন্বয়কারী ওমর ফারুক, সহকারী ছিলেন নিহাল ও সাঈদী। আজ শনিবার বিকেলে ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন উপ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান মো. দেলোয়ার আমিন হারুন, সাবেক ফুটবলার মো. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মো. আলাউদ্দিন এবং জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক, একাডেমির টিম ম্যানেজার, পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
আজ বিকেলে জুলাই স্মৃতি ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে একাডেমির উপদেষ্টা একাদশ ও পরিচালনা পর্ষদ একাদশ।