কাপ্তাই নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমুহে জলবায়ু সচেতনতা কার্যক্রম কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। এই দেয়াল পত্রিকায় শিক্ষার্থীরা কবিতা, ছোট গল্প, কৌতুক ইত্যাদি লিখে রাখে। দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান আহমেদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক, বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বর্ণ বিকাশ তনচংগ্যা, ওয়াগ্‌গাছড়া চা বাগানের পরিচালক ফয়সাল আমিন কাদেরী এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহকারী কমিশনার কাজী মোশাররফ হোসেন।

আমিনুর রশীদ কাদেরী বলেন, এখনকার ছাত্রছাত্রীরা কবিতা লেখা, গল্প লেখা, কৌতুক রচনা ইত্যাদি লেখালেখি প্রায় ভুলে গেছে। অনেক শিক্ষার্থী আগে টেলিভিশনের পর্দায় ডুবে থাকতো। এখন সবাই মোবাইল, ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে ডুবে অযথা সময় নষ্ট করছে। এমন পরিস্থিতিতে নুরুল হুদা কাদেরী স্কুলের শিক্ষার্থীরা কবিতা, ছোট গল্প, কৌতুক ইত্যাদি লিখে যে দেয়াল পত্রিকা প্রকাশ করেছে তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমেদ বলেন, এমন লেখালেখির চর্চা অব্যাহত থাকলে এই স্কুলের শিক্ষার্থীরা অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগে নবীনবরণ
পরবর্তী নিবন্ধশাহ এমদাদিয়া বন্দর পতেঙ্গা থানা সংসদের বৃক্ষরোপণ