সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ফল সেমিস্টার–২০২৫ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান।
বিভাগের সহকারী অধ্যাপক শিমুল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ। নিজেদের বক্তব্যে প্রবীণরা জানান তাদের অভিজ্ঞতা ও অর্জনের কথা আর নবীন শিক্ষার্থীরা বলেন তাদের অনুভূতি। প্রেস বিজ্ঞপ্তি।