পাঁচ শতাধিক শিক্ষার্থী পেল বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা

অঙ্গনের হেলথ ক্যাম্প

| শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

বান্দরবান জেলার আলিকদম উপজেলার গহীন পাহাড়ি জনপদ মংলা পাড়া। এই নির্জন জনপদেই সমপ্রতি সামাজিক সংগঠন ‘অঙ্গন’ আয়োজন করেছে স্বাস্থ্য ক্যাম্প। মংলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পার্শ্ববর্তী অনাথ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত মাতামুহুরি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মিলিত মিলনায়তনে অনুষ্ঠিত এই স্বাস্থ্য ক্যাম্পে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, যারা চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিষয়ে নানা তথ্যও জানতে পারে। চিকিৎসাসেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দল। তাঁরা শিশুদের দাঁতের সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, ত্বকের রোগ, মৌসুমি জ্বরসর্দি, ডাইরিয়া, অ্যালার্জিসহ নানা সাধারণ রোগ চিহ্নিত করে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।

শুধু চিকিৎসা নয় এই ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য ছিল একটি বোধনমূলক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার, যেখানে পরিস্কারপরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, সুষম খাদ্য, ব্যায়ামের প্রয়োজনীয়তা এবং সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ে আলোকপাত করেন চিকিৎসকেরা। প্রেস বিজ্ঞপ্তি।

বিশেষভাবে কিশোরী শিক্ষার্থীদের মাঝে ঋতুস্রাবসংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্ব দেওয়া হয়। পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সঠিক পদ্ধতি এবং সামাজিক কুসংস্কার ভাঙার প্রেরণাদায়ক বার্তা ছড়িয়ে পড়ে সেমিনার জুড়ে।

চিকিৎসক দলের নেতৃত্বে থাকা ডা. ইকরাম হোসেন আজাদ বলেন: এই অঞ্চলের শিশুরা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আজকের এই ক্যাম্পের মাধ্যমে আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিতে পেরে গর্বিত। এমন কার্যক্রম নিয়মিত হওয়া প্রয়োজন।

মাতামুহুরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন বলেন, অঙ্গনের এই চিকিৎসা ক্যাম্প টি আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং ঝুঁকি মোকাবেলায় বিশেষ ভূমিকা পালন করবে বলে আমার প্রত্যাশা। অত্র দুর্গম এলাকায় শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য অঙ্গন এর পক্ষ থেকে আজকের এই ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি টি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুষ্ঠানের শেষাংশে অঙ্গনের নির্বাহী পরিষদের সহসভাপতি সামিউল হক সাফি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতেই আমরা এ ধরনের ক্যাম্প ও সেমিনারের আয়োজন করছি।

পূর্ববর্তী নিবন্ধমধ্যবয়সের ভালোবাসা: দুর্বলতা নয়, নতুন শুরু
পরবর্তী নিবন্ধপতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের মতবিনিময়