বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন

সদস্য সংগ্রহ কর্মসূচিতে অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো: জাবেদ রেজা। এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা আইয়ুব খান, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আরিফুল্লাহ ছুট্টো, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, জুলফিকার আলী ভুট্টো, সাজ্জাদ হোসেন শাহীন, নূরুল আবছার সোহেল, আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দলীয় কর্মসূচিতে যোগদিতে ৫টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো হয় অনুষ্ঠানস্থলে। পরে জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজার নেতৃত্বে ব্যানার, প্লেকার্ড নিয়ে বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা বলেন, বিএনপির নামে কেউ সরকারি প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করলে তাকে ধরিয়ে দিন। বিএনপি কোনো চাঁদাবাজকে আশ্রয় প্রশ্রয় দেয়না।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু