চন্দনাইশ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের এসএসসি প্রথম ব্যাচের পুনর্মিলনী

| শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচ এসএসসি ১৯৯২ সালের শিক্ষার্থীদের আয়োজনে বন্ধুত্বের পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ২ আগস্ট বিদ্যালয়ের মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থী আমেরিকা প্রবাসী মোহাম্মদ জাহেদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থী খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুপন কুমার সুশীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদ্বোধক হিসেবে প্রাক্তন শিক্ষার্থী মোজাম্মেল হক সুজন। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বর্তমান সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত কাদের মাহমুদ চৌধুরী, মোহাম্মদ শাহেদ সাকি, চন্দনাইশ থানার এসআই শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ আচার্য্য, ইঞ্জিনিয়ার অনুপ দত্ত, ডা: খাস্তগীর সরকারী বালিকা বিদ্যালয় চট্টগ্রামের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম, মো: জাফর মিয়া, মো: ইদ্রিস, মো: ফয়েজ, প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলমগীর কবির, মোহাম্মদ ফারুক বাহাদুর, মো: জাহেদুক হক জাহেদ, নীর কমল বড়ুয়া (নীরু), দিদারুল আলম (), মো: নুরুল ইসলাম চৌধুরী (বাচা), দিদারুল আলম (), দিদারুল আলম, প্রবাসী মোহাম্মদ আরিফুল ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ ইউছুফ, আবু তাহের, বেলাল উদ্দীন চৌধুরী, আবু সুফয়িান, মোঃ ইউনুছ, মোঃ জাহেদুল আলম জাহেদ, মোঃ মেজবাহ্‌ উদ্দনি, আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বলেনবিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জনের সুতিকাগার। শৈশব জীবনে নিজেকে তৈরি করার মাধ্যম। প্রত্যেক মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রথমে ৯২ ব্যাচের মরহুম শিক্ষার্থী ও শিক্ষকদরে কৃতজ্ঞতাভরে স্মরণ করে সম্মানিত ব্যক্তিবর্গের অবদান স্মৃতিচারণ ও প্রধান শিক্ষকসহ কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দরা সম্মিলিতভাবে বিদ্যালয়কে শিক্ষার মান্নোয়নে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রাক্তন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী বন্ধু মোহাম্মদ ফারুক বাহাদুর, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, শাহ আলম, মোহাম্মদ আরিফুল হক প্রমুখ।

অনুষ্ঠানে মোহাম্মদ সোলাইমান (মোনায়েম), মুহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ আবু সুফিয়ান, আব্দুল আলীম রাজু, মোঃ আবু ছৈয়দ, আবু তাহের, এস. এম. নাছির উদ্দীন, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ হেলাল উদ্দীন, পলাশ সেন, মোহাম্মদ জমির উদ্দীন, মোহাম্মদ আব্দুল মোনাফ, মোছলেম উদ্দীন, মোহাম্মদ আবদুল হক, মো: বেলাল উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আবদুল মন্নান, নজরুল ইসলাম, খাইরুল বশর, মোহাম্মদ আলমগীর, পরিমল দাশ, বিপ্লব সেন, সিরাজুল ইসলাম, মো: শওকত হোসেন, মো: মেজবাহ উদ্দীন, মোহাম্মদ সেলিম উদ্দীন ও মো: নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাঁশখালীর ঐতিহ্যের মৃৎশিল্প
পরবর্তী নিবন্ধফুলকির শিক্ষার্থীদের পরিবেশনায় গীতিনৃত্যনাট্য ‘তাসের দেশ’