চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস–সিএনজি টেক্সির সংঘর্ষে আহত হয়েছে টেক্সিতে থাকা ৬ যাত্রী। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে মহাসড়কে উপজেলার পদুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কক্সবাজারের রামু থানার পাতাবাড়ি ইউনিয়নের আমহদ মিয়ার পুত্র মো. ইব্রাহিম (৩৫), ঈদগাঁও থানার ইসলামপুর সিকদার পাড়ার আবদুল আজিজের পুত্র মো. জুনাইদ (৩৪), উখিয়া থানার আনোয়ারের পুত্র বশির আহমদ (২৭), সাতকানিয়া থানার গারাংগিয়া এলাকার সৈয়দ আহমদের পুত্র ছরওয়ার কামাল (৪০), লোহাগাড়া থানার উত্তর পদুয়া বদলা পাড়ার মৃত চাঁন মিয়ার পুত্র মোক্তার আহমদ (৪২), আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ পাড়ার মোহাম্মদ হারুনের স্ত্রী নুর আয়েশা (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী ঈগল পরিবহনের মিনিবাসের সাথে বিপরীতমুখী সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেক্সিতে থাকা ৬ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে ইব্রাহিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। দুর্ঘটনায় টেক্সিটি দুমড়ে–মুচড়ে গেছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই জুলফিকার আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মিনিবাসটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। এছাড়া ঘটনাস্থলে পৌঁছার আগেই টেক্সিটি কে বা কারা সরিয়ে ফেলেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।