কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের স্মরণে সভা ও সম্মাননা স্মারক প্রদান গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক তাহেরা বেগমের সভাপতিত্বে ও সহ–প্রধান শিক্ষক অসিত দাশ, সিনিয়র শিক্ষক লুৎফুন নেছার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন সহ–সভাপতি ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরী (মরণোত্তর) এবং প্রাক্তন সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী চসিক একুশে পদক প্রাপ্তিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন লায়ন গভর্নর নজমুল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ উল আলম চৌধুরী রাসেল। সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। আলোচক ছিলেন জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট কানিজ কাউছার চৌধুরী। উপস্থিত ছিলেন আরজু শাহাবুদ্দিন, সারওয়ার উল আলম চৌধুরী, মোহাম্মদ আসলাম, নুরুল আমিন, মকছুদুল করিম, সৈয়দ মামুনুল ইসলাম, খালিদা ফেরদৌস জাহান। ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন ইন্দ্রনীল দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।