পেকুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

পুলিশেই জনতা, জনতাই পুলিশ’এই প্রতিপাদ্যে সরাসরি তৃণমূল মানুষদের সাথে নিয়ে পেকুয়া থানায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে, পুলিশ জনতার উন্মুক্ত আলোচনা। এতে জনসচেতনতা বাড়াতে আইনি সহায়তা ও আইনশৃঙ্খলা বিষয়ক পুলিশ জনতার মুক্ত আলোচনা ও মতামত পেশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ পুলিশ পেকুয়া থানার আয়োজনে থানা কম্পাউন্ডে এই জনমুখী আয়োজন অনুষ্ঠিত হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া (সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ। অনুষ্ঠানে মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ সমসাময়িক সামাজিক সমস্যা প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পেকুয়া থানা সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আরেফিন ছিদ্দিকীর সঞ্চালনায় এতে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড. এম. মোসলেম উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সফওয়ানুল করিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, কক্সবাজারএর পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, সাংবাদিক প্রতিনিধি দেলওয়ার হোসাইন, এফ এম সুমন, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইন,পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল করিম ফারুকী,ব্যবসায়ী প্রতিনিধি আবুল বশর সহ আরও অনেকে।

অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সমাজকর্মীরাও মতামত দেন এবং বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন করেন। পুলিশ কর্মকর্তারা সরাসরি উত্তর দেন।

পূর্ববর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার দোয়া মাহফিল