চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ গত ৫ আগস্ট দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র মো. আয়ুব কুতুবী। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ–পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, অভিভাবক সদস্য জমির হোসেন, শিক্ষক তাহমিনা আক্তার, মাওলানা মোজাহেরুল ইসলাম, সামলা হোসেন শাহীন, টিটু রাণী দে, দীপ্ত বড়ুয়া, বাপ্পী শীল, বিলাস বড়ুয়া, রুপন দে, সাবিয়া নুর জেনি, সানজিদা তৈয়ব রুচি, রিমা আক্তার, সেলিম হোসেন, শফিকুল আলম, শিক্ষার্থী তানজিনা আকতার, মীম প্রমুখ।