সেদিন একতা ছিলো
সাড়ে সাত কোটি বাঙালি
বারুদের মতো গর্জে উঠেছিলো,
নিরস্ত্র হয়েও একমাত্র অসীম ধৈর্য ও
অদম্য মনোবল নিয়ে লড়াইয়ের
ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলো।
এক সাথে এক কাতারে
যুদ্ধে যাওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে,
এক পাতে খাওয়া–দাওয়া করা
এক সাথে এক কাদামাটিতেই ঘুমানো
এক সাথে মৃত্যুবরণ করা
সবই হয়েছিলো সেদিন একতার গুণে।
তারা সবাই মনে মনে ঈশ্বরকে
বলতো, হায়রে!
এই দুঃখের দিন কবে হবে শেষ।
ভাবতে গেলে আজকের দিনটাই
বড় দুঃখের, বড় কষ্টের,
কারণ সেদিন মানুষে মানুষে
দারুণ একতা ছিলো,
আজ কিন্তু তা নেই বললেই চলে।
আজ খণ্ড, দ্বিখণ্ড, ত্রিখণ্ড আমাদের দেশ,
ভিন্ন ভিন্ন দলে ভরপুর এখন এদেশ,
সেদিন যুদ্ধও ছিলো একতাও ছিলো।