পত্র–পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্চ মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নিজ দেশে প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকটের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বরং উল্টো চিত্র দেখা যাচ্ছে। মিয়ানমারের জান্তা সরকার এই সময়ে আরও বিপুলসংখ্যক রোহিঙ্গা জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে। বিষয়টি বাংলাদেশের সরকার আন্তর্জাতিক মহলে বারবার তুলে ধরলেও মিয়ানমারের ওপর কোনো কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব হয়নি।
প্রকাশিত খবরে আরো জানা গেছে, মার্চে গুতেরেসের সফরের সময় জাতিসংঘ, ইউএনএইচসিআর ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে প্রত্যাবাসন নিয়ে আশাবাদী আলোচনা হয়। জাতিসংঘের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু এর বাস্তব রূপ এখনো অধরা। মিয়ানমারের সঙ্গে যোগাযোগ চালিয়ে গেলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মিয়ানমার এ বিষয়ে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। এমনকি বিশ্বব্যাংকের মতো সংস্থাও এখন প্রত্যাবাসন অগ্রগতির বিষয়ে রিপোর্ট চেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিশদ প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে।
এই অবস্থায় আগামী ২৫ আগস্ট কক্সবাজারে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘ প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসমূহ অংশ নেবে। সম্মেলনটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে রোহিঙ্গা, আন্তর্জাতিক শরণার্থী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক একটি বিশেষ অধিবেশন, যেখানে বাংলাদেশ জোরালোভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তুলে ধরবে।
খবরে আরো বলা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে ব্যয় দিন দিন বাড়ছে, কিন্তু সংকটের কোনো সমাধান মিলছে না। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউএনএইচসিআর ও বিশ্বব্যাংকের কাছে আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। অথচ বিশ্বব্যাংক সহায়তা দেওয়ার আগে প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতির ব্যাখ্যা জানতে চেয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের জোরালো চাপ প্রয়োজন। কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত সহায়তা পাচ্ছি না।’ রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এখনও অগ্রগতি হয়নি। আমরা মিয়ানমারসহ সংশ্লিষ্ট দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি।’
গত ২২ ফেব্রুয়াারি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ঢাকা সফরের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন, রোহিঙ্গাদের কারণে সৃষ্ট নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন দেশে রোহিঙ্গাদের পুনর্বাসন কার্যক্রম, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএস–এইডের আর্থিক সহায়তা বন্ধের ফলে উদ্ভূত সমস্যা মোকাবিলা, রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনসহ সামগ্রিক বিষয়ে বিশ্ববাসীর সহযোগিতার কথা জানান তিনি। গ্র্যান্ডি বাংলাদেশের ভূয়সী প্রশংসাও করেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য। প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। এরপর এতো দিন কেটে গেলেও তার আশ্বাস শুধু আশ্বাসই রয়ে গেছে।
জানা গেছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত না পাঠিয়ে তৃতীয় কোনো নিরাপদ অঞ্চলে স্থানান্তরের পক্ষে মত দিয়েছিল জাতিসংঘ ও ইউএনএইচসিআর। তবে এ সমস্যার একটি স্থায়ী সমাধানের প্রতি জোর দিয়েছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছিল যুক্তরাষ্ট্র সরকারও। এসব প্রস্তাবের বাস্তবায়ন প্রক্রিয়া এখনো অনেক দূরে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা জাতিসংঘের। কিন্তু এই সংস্থাটিকে কেউই পাত্তা দেয় না। এসব ইস্যুতে জাতিসংঘই মূলত একটা অকার্যকর সংস্থা হিসেবে তার পরিচয় দিয়ে আসছে। ফলে রোহিঙ্গা সমস্যার আশু কোনো সমাধান সম্ভব নয় বলে তিনি মনে করেন।
বিশেষজ্ঞরা বলেন, মিয়ানমারকে অবশ্যই রাখাইন রাজ্যে একটি অনুকূল ও সুরক্ষিত পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গারা সেখানে নিরাপদে ফিরে যেতে পারেন। তাদের জন্য পূর্ণ নাগরিকত্ব, চলাফেরার স্বাধীনতা, কাজের সুযোগ ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে মিয়ানমারের কর্তৃপক্ষকে। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য চাপের মধ্যে আছে। সঙ্গে বিদেশি সহায়তা কমে যাওয়ায় বাড়তি চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এ কারণে যত দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে, ততই তা বাংলাদেশ ও এ অঞ্চলের জন্য ভালো হবে।