নগরীর দেওয়ানহাট মোড়ের রোড ডিভাইডারের পাশে সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সন্তান জন্ম দিয়ে ছটফট করতে থাকা ওই নারীর সহায়তায় প্রথমে এগিয়ে আসেন ট্রাফিক পুলিশের দায়িত্বরত কনস্টেবল মঈনুদ্দিন। তার কাছে খবর পেয়ে যোগ দেন সার্জেন্ট জাহিদুর রহমান। পরে একটি অ্যাম্বুলেন্স থামিয়ে মা ও নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের সার্জেন্ট মো. জাহিদুর রহমান বলেন, বেলা ১২টার দিকে আমি দেওয়ানহাট ট্রাফিক বক্সের সামনে ছিলাম। এ সময় আমাদের কনস্টেবল মইনুদ্দিন আমাকে এসে জানায় মানসিক ভারসাম্যহীন এক নারীর সড়কের পাশে সন্তান প্রসব করেছে এবং যন্ত্রণায় সে ছটপট করছে। নারী কনস্টেবল না থাকায় পথচারী নারীদের সহায়তার কথা বললেও শুরুতে কেউ এগিয়ে আসেনি। অবশেষে এক নারী এগিয়ে এসে মা ও নবজাতককে সহায়তা করেন। পরে চট্টগ্রাম জেলা পুলিশের একটি খালি অ্যাম্বুলেন্স থামিয়ে সহায়তাকারী নারীসহ মা ও নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসক বলেছে, নবজাতক ছেলেটি সুস্থ আছে।