সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর বার্ষিক ইনডোর গেমস শুরু হয়েছে। গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। সহকারী পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাস্সের আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ইঞ্জিনিয়ার আবুল হাসান, কম্পিউটার সাইয়েন্স ডিপার্টমেন্টের প্রধান জাহাঙ্গীর আলম, সাবেক হেড জমির আহমেদ, উপ পরিচালক (পিআর) সাইদুল ইসলাম চৌধুরী, সহকারি অধ্যাপক প্রিয়াম চৌধুরী, আরিফ মো. আশফি, ইঞ্জিনিয়ার শ্যামল হালদার, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান প্রমুখ। এবারের ইনডোর গেমসে দাবা, ক্যারম, টেবিল টেনিস, লুডু, ডার্টসহ ৯টি ইভেন্টে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারিদের তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছেন। ক্যারম ও দাবা চলছে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগামী সোমবার শুরু হবে টেবিল টেনিস।