সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জনকল্যাণময় দেশ বিনির্মাণে জাতি আজ ঐক্যবদ্ধ

মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০২৪ সালের ৩৬ জুলাই (৫ আগস্ট) ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। এমতাবস্থায় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জনকল্যাণময় দেশ বিনির্মাণে জাতি আজ ঐক্যবদ্ধ। মঙ্গলবার বাদে আসর চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, এস এম লুৎফর রহমান, শফিউল আলম, তানজির হোসেন জুয়েল, ইব্রাহীম হোসেন রনি প্রমুখ। সমাবেশ শেষে গণমিছিল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে জিইসি মোড় ও ২ নম্বর গেটে চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন উক্ত নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, মাওলানা মমতাজুর রহমান, হোছাইন, ফখরে জাহান সিরাজি সবুজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৫২ শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপির গণমিছিল